স্ত্রীর খোলা পিঠের ছবি প্রকাশ করে কি বার্তা দিলেন আয়ুষ্মান

Share Now..

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা তার স্ত্রী তাহিরা কাশ্যপের খোলা পিঠের ছেবি শেয়ার করে হইচই ফেলে দিয়েছেন নেটদুনিয়ায়। ছবিতে ন্যাড়া মাথা, চোখে চশমা,পরনে প্যান্ট ও বস্ত্রহীন উর্ধাঙ্গে তাহিরা ক্যামেরার বিপরীত দিকে ঘুরে দাঁড়িয়েছেন। আর তার খোলা পিঠের ডান পাশে অস্ত্রোপচারের সেলাই স্পষ্ট দেখা যাচ্ছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এক সময় ক্যনসারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই করেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। রোববার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে ক্যানসার জয়ী তাহিরার ছবি প্রকাশ করেন। 

তাহিরার মন জয় করার ছোট গল্প শুনিয়ে আয়ুষ্মান লেখেন, ‘পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ১৪ নাম্বার কুঁড়েঘরে চা-সিঙারা খাইয়েই প্রেমে ফেলেছিলাম।’

আয়ুষ্মান খুরানার ছোটবেলার বন্ধু তাহিরা কাশ্যপ। সেই বন্ধুত্ব অটুট রেখে ২০০৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ দম্পতির এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে। 

২০১৮ সালের শেষের দিকে তাহিরা জানান, তার ডান স্তনে ক্যানসারের কোষ পাওয়া গেছে। যদিও তা ক্যানসারের প্রাথমিক পর্যায়ে ছিল। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেন তাহিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *