স্ত্রী-কন্যার পাশে সমাহিত করা হবে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে

Share Now..

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের (৯২) প্রথম নামাজে জানাজা আজ বেলা ২টায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হবে। তারপর দ্বিতীয় জানাজা রবিবার (২০ মার্চ) সকাল ১০টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন তার স্ত্রী আনোয়ারা আহমদ ও মেয়ে ড. সিতারা পারভীন।

আজ শনিবার (১৯ মার্চ) সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজা শনিবার বেলা ২টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় তার নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা রবিবার সকাল ১০টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্ত্রীর কবরের পাশে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে, শনিবার (১৯ মার্চ) সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান সাহাবুদ্দিন আহমদ। সাহাবুদ্দীন আহমদকে গুরুতর অসুস্থ অবস্থায় ফেব্রুয়ারি মাসে সিএমএইচে ভর্তি করা হয়। গত কয়েক বছর ধরে সাবেক এই রাষ্ট্রপতি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *