স্পিনারদের নিজেদের সক্ষমতার ওপর আস্থা রাখার পরামর্শ মুশতাকের

Share Now..

বিশ্বের যেকোনো প্রান্তে ব্যাটারদের শাসন করতে নিজ দলের স্পিনারদের সক্ষমতার ওপর আস্থা রাখার আহবান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং পরামর্শক মুশতাক আহমেদ। বৃহস্পতিবার পাকিস্তানের লাহারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এদিন দলের অনুশীলন শেষে মুশতাক বলেন, সাধারণত বাংলাদেশের স্পিনাররা খুব ভাল স্পিনার। তারা ম্যাচ উইনার এবং অনেক ম্যাচে দলকে জিতিয়েছে। তিনি আরও বলেন, তাদের সঙ্গে  কাজ করতে পারাটা  আমার জন্য অনেক বড় সম্মানের। সেখানে  বেশ ভাল মানের  কিছু স্পিনার আছে। তারা কোচের  কথা মানে-প্রাণে শোনে।  তাদের সাথে আমার সময়টা বেশ  ভাল যাচ্ছে। তারা বেশ ভালভাবে  শিক্ষা গ্রহণ করে। আমি আশা করছি তারা ম্যাচে একটা  পার্থক্য গড়ে দিতে পারবে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের কোচিং স্টাফ হিসেবে যোগদান করেন মুশতাক। তার স্পর্শে বাংলাদেশের স্পিনারদের বিশেষ করে লেগ স্পিার রিশাদ হোসেনের ব্যাপক পরিবর্তন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে  ইংল্যান্ড দলের দায়িত্ব নেওয়ার কারণে  টুর্নামেন্টের পর  বাংলাদেশের স্পিন পরামর্শক হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারেননি  তিনি।  বাংলাদেশ দলের পাকিস্তান সফর হওয়ায় স্পিনারদের সঙ্গে অস্থায়ীভাবে কাজ করছেন এ  কিংবদন্তী স্পিনার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) তার জায়গায় স্থায়ীভাবে  কাউকে নিয়োগ  দিতে চেষ্টা করছে। 

মুশতাক বলেন, তাদের মূল বিষয়টা  ঠিক রাখতে হবে। অবশ্যই তাদের সক্ষমতার ওপর আপনাকে আস্থা রাখতে হবে। কোনো প্রতিদ্বন্দ্বিতায় নামলে আপনার শক্ত আত্মবিশ্বাস দরকার। আপনার আস্থা যদি শক্ত থাকে, তবে বাকি সব কিছুই  ঠিক থাকবে।  আমার কাজ হবে তাদের আত্মবিশ্বাস তৈরি করা যে, তারা যে কাউকে হারাতে পারে।

দীর্ঘ সময়ে টিকে থাকার জন্য তিনি ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল দিকগুলো ঠিক করার  ওপরও জোর দেন তিনি। মুশতাক বলেন, ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল বিষয়গুলো গুরুত্বপূর্ণ। কৌশলগতভাবে আপনাকে আপনার স্পিনারদের বলতে হবে কোন অ্যাঙ্গেল ব্যবহার করতে হবে, পিচ বুঝতে হবে, ব্যাটারদের জন্য কিভাবে ফিল্ডিং সাজাতে হবে, আপনি যতই অভিজ্ঞ হোন না কেন এগুলো আপনাকে শিখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *