স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

Share Now..

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘ডিএমপি পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটেলিয়ন, এসএসএফ ও পিজিআর নিরাপত্তা ব্যবস্থায় সক্রিয় থাকবে। পাশাপাশি সোয়াতের বিশেষায়িত ও বোম ডিস্পোজাল ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা কাজ শুরু করবে।’

অনুষ্ঠানে সাদা পোশাকে প্রচুর পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তারা সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে তথ্য সংগ্রহ করে পোশাকে থাকা পুলিশকে জানাবে।’

তিনি বলেন, ‘প্রতিটি ভেন্যুতে আগে থেকে এসএসএফ, এসবি, র‍্যাব ও ডিএমপির ডগ স্কয়াড এবং বোম সুইপিং করা হবে। অনুষ্ঠানস্থলে যেসব ভিআইপি ও ভিভিআইপি অতিথি প্রবেশ করবেন সবাইকে নিরাপত্তা নিরাপত্তা চেকিং হয়ে প্রবেশ করতে হবে।’

স্বাস্থ্যবিধির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো পালন করতে হবে এবং স্বাস্থ্যবিধি না মানলে কাউকে অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘বিজয় উৎসব ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি তিনদিন ব্যাপী চলবে। আগামীকাল ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কবিন্দ উপস্থিত থাকবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *