স্বেচ্ছাশ্রমে এগিয়ে চলেছে বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুতের কাজ
আগামী ২ ফেব্রুয়ারি গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।
দেশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে দলে দলে ভাগ হয়ে স্বেছাশ্রম দিচ্ছেন। সামিয়ানা টানানো, রাস্তাঘাট মেরামত, নিচু জমি ভরাট ও পয়ঃনিষ্কাশন কাজ দ্রুতগতিতে চলছে। তাবলিগ জামাতের অনুসারী, স্থানীয় মাদরাসা-স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ইজতেমা মাঠে স্বেচ্ছাশ্রমে এসব কাজ করছেন।
এবারের ইজতেমায় প্রথম পর্বে অংশ নেবেন মাওলানা জোবায়েরপন্থী মুসল্লিরা। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব।
চারদিন বিরতি দিয়ে মাওলানা সাদপন্থীরা ৯ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের বিশ্ব ইজতেমা।
greate men thanks..