স্যার ডন ব্র্যাডম্যানের ‘গ্রিন ব্যাগি’ বিক্রি হলো ৪ কোটিতে!

Share Now..

আহামরি কোনো কিছু নেই, ভালিকা কাপড়ের তৈরি সবুজ রঙের একটি টুপি আর সামনে একটি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের একটি লোগো ব্যাস, এ টুকুই। এছাড়া টুপিটি নতুনও নয় এটির বয়সও প্রায় ৭৭ বছর, সূর্যের তাপে খানিকটা খানি রংও বদলে গিয়েছে, পাশাপাশি খানিকটা পোকাও কেটেছে।

এমন টুপিই নিলামে বিক্রি হলো ৪ লাখ ৭৯ হাজার ৭০০ অস্ট্রেলিয়ান ডলারে যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৭৩ লক্ষ্য ১১ হাজার টাকা! এর কারণ শুধু একটাই সেটি হলো এই টুপিটি এক সিরিজে মাথায় উঠেছিল ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার স্যার ডন ব্র্যাডম্যানের মাথায়। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সফর করেছিলো অস্ট্রেলিয়ায়। ঐ সিরিজে স্বাগতিকরা জিতেছিলো ৪-০ ব্যবধানে। ঐ সিরিজে তিন ম্যাচে ব্যাট হাতে নেমেছিলেন ব্র্যাডম্যান। তার মধ্যে ছয় ইনিংসে তিনটি সেঞ্চুরি, একটি ডাবল সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।

শুধু তাই নয়, ঐ সিরিজেই তিনি পূরণ করেছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের শততম সেঞ্চুরি পাশাপাশি ঘরের মাটিতে তার খেলা শেষ সিরিজ। ঐতিহাসিক সিরিজে ব্র্যাডম্যান যেই ব্যাগি গ্রিন পড়ে খেলেছিল সেটি গতকাল অস্ট্রেলিয়ার সিডনিতে নিলামে তুলেছিল ‘বোনহ্যামস’ নামক একটি সংস্থা। নিলামে টুপিটির ভিত্তি মূল্য ধরা হয়েছিল৩ লক্ষ্য ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৪ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *