হজ খরচ কমছে প্রায় ১ লাখ টাকা 

Share Now..

আগামী বছর হজের জন্য দু’টি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সাধারণ প্যাকেজে হজ করতে পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বিশেষ প্যাকেজের মাধ্যমে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা ব্যয় ধরা হয়েছে। এর আগে গত বছর সরকারিভাবে একটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। ওই প্যাকেজের ব্যয় ধরা হয়েছিল ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা।

বৃহস্পতিবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। এরপর সংবাদ সম্মেলন করে হজ প্যাকেজের বিস্তারিত জানান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি জানান, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে হজ করতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে হজ করতে পারবেন ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ করতে পারবেন এক লাখ ১৭ হাজার জন।

5 thoughts on “হজ খরচ কমছে প্রায় ১ লাখ টাকা 

  • November 3, 2023 at 5:13 am
    Permalink

    আসসালামুয়ালাইকুম, আমি মোঃ সুলতান মাহমুদ খুলনা থেকে। আমি একজন এসিও এক্সপার্ট আমি আপনাদের ওয়েবসাইটে বিজনেস আইডিয়া নিয়ে একটা আরটিকেল দিতে চাই।

    Reply
  • February 8, 2024 at 12:05 am
    Permalink

    canada pharmacy not requiring prescription: discount drugs – cheapest canadian pharmacies

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *