হঠাৎ চটলেন কেন পরিণীতি চোপড়া

Share Now..

বিয়ের পর হঠাৎ চটেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। পরিণীতির অভিযোগ, বিভিন্ন ইনস্টাগ্রাম ফ্যান পেজে ছড়ানো হচ্ছে তার কিছু সাক্ষাৎকার ও বিবৃতি। পরিণীতির দাবি এগুলো আদৌ তার নয়। এক্ষেত্রে সতর্ক করে দিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি আপনাদের নামে রিপোর্ট করব।’

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি পরিণীতি চোপড়া ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বক্তব্য জানিয়ে লেখেন, ‘আমি দেখছি বিভিন্ন শিল্পীদের ফ্যান পেজে, তাদের নামে আমার নকল বিবৃত জুড়ে পোস্ট করছে। যেগুলি সবই ভুয়া। আমি এধরনের কোনও সাক্ষাৎকার/বিবৃতি দিইনি। আমি কারোর প্রশংসা করিনি, অভিনন্দনও জানাইনি। আমি কিন্তু সব খেয়াল করছি। আপনাদের নামে রিপোর্ট করব। দয়া করে কিছু পোস্ট করার আগে গুগলে গিয়ে ফ্যাক্ট চেক করুন। দয়া করে কারোর মুখে কথা বসিয়ে দেবেন না।’

এই মন্তব্য পরিণীতি কারোর নাম উল্লেখ না করলেও নেটিজেনদের অনেকেই মনে করছেন, পরিণীতি তার ফুপাতো বোন মান্নারা চোপড়াকে নিয়েই কথা বলেছেন। কারণ, পরিণীতি বলেন, ‘আমি কারোর প্রশংসা করিনি, অভিনন্দনও জানাইনি। দেখছি ফ্যানপেজগুলি আমার নাম করে বিভিন্ন শিল্পীদের পক্ষে উদ্ধৃতি দিচ্ছে।’ 

কেউ কেউ মনে করছেন, ‘পরিণীতি, প্রিয়াঙ্কা, মান্নারা চোপড়ারা সম্পর্কে তুতো বোন হলেও তাদের মধ্যে পারিবারিক ভেদাভেদ, মতপার্থক্য থাকতেই পারে। বহু পরিবারেই সেসব থাকে।’

কেউ লিখেছেন, ‘এই জন্যই হয়ত মান্নারাও নিজের নামের সঙ্গে পরিণীতি, প্রিয়াঙ্কাদের নাম জড়াতে চাইছেন না।’ কারোর আবার কটাক্ষ, ‘মান্নারায় গণ্ডগোল আছে, সেকারণে নিজের বোনেরাই ওকে সমর্থন করছে না। অথচ মান্নারা প্রিয়াঙ্কা, পরিণীতির নাম ভাঙিয়েই প্রচার পেতে চাইছেন।’

পরিণীতি চোপড়াকে পরবর্তীতে দেখা যাবে চামকিলা ছবিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *