হঠাৎ নেইমার মায়ামিতে কেন, জানালেন বেকহাম 

Share Now..

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্টার মায়ামিতে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন নেইমার। এরই মাঝে ইংল্যান্ড কিংবদন্তি ফুটবলার ও ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহামের সঙ্গে নেইমারের একটি ছবি ছড়িয়ে পড়তেই ফুটবল বিশ্বে আলোচনা শুরু হয়ে যায়। তবে কি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের ক্লাবে যোগ দিচ্ছেন এই ব্রাজিলিয়ান? এমন প্রশ্নের উত্তর দিয়েছেন বেকহাম।

শুক্রবার (২৯ মার্চ) নেইমারের সঙ্গে একটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন বেকহাম। রাতে বেকহ্যাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের সঙ্গে রাতের খাবার খেয়েছেন ব্রাজিল তারকা। এরপর মায়ামিতে নেইমারের যোগদানের গুঞ্জন শুরু হলে দলটির অন্যতম এই মালিক জানান– সেটি শুধুমাত্র ছিল ডিনারের আমন্ত্রণে নেইমারের সাড়া দেওয়া।

অর্থাৎ দলবদল গুঞ্জনের বিষয়টি মোটেই সত্য নয়। সেই পোস্টে অট্টহাসির ইমোজির সঙ্গে একটি ছবি দিয়ে বেকহাম লেখেন, ‘অনলি ফর ডিনার’। পরে আবার নেইমারও মন্তব্যের ঘরে অট্টহাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘থ্যাংক ইউ বস।’

এর আগে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টার মায়ামিতে খেলার আগ্রহের কথা জানিয়ে নেইমার বলেছিলেন, ‘আমার আর মেসির একসঙ্গে খেলা? আমি তেমনটাই আশা করি। সত্যিই আশা করি আমরা আবার একসঙ্গে খেলতে পারব। সবাই তাকে চেনে। আমার মনে হয়, (মায়ামিতে) সে সুখেই আছে। আর যদি সে খুশি থাকে, তবে আমিও খুশি।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *