হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠলো কাবুল
Share Now..
আফগানিস্তানের রাজধানী কাবুলে ফের বিস্ফোরণ ঘটেছে। কি কারণে এটা ঘটলো তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কোনো ইমপ্রোভাইজড বোমার কারণে এটা হতে পারে। সোমবার (১৫ নভেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে আহত মানুষদের সরিয়ে নিতে দেখা গেছে। তবে হতাহতের সংখ্যা জানা যায়নি। এলাকাটির এক দোকানি জানিয়েছেন, বিস্ফোরণে তার দোকানটি কেঁপে ওঠে। পরে আহতদের সরিয়ে নিতেও দেখেছেন তিনি।
এর আগে, গত শনিবারই ম্যাগনেটিক বোমার বিস্ফোরণ ঘটেছিল কাবুলে। সেটার পেছনে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) আছে বলে ধারণা করা হচ্ছে। এখন ফের বিস্ফোরণের ঘটনা ঘটলো।