হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ দুইজনের রিমান্ড মঞ্জুর
\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে পৃথক দুটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সাথে জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকেও তরিকুল হত্যা মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের বিচারক রোমানা আফরোজ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ ফেব্রয়ারি কুরআন অবমাননার প্রতিবাদ ও ইসলাম বিদ্বেষী বøগারদের ঔদ্ধত্যপুর্ণ লেখনীর প্রতিবাদে ঝিনাইদহ শহরে মিছিল বের করে ওলামা মাশায়েখরা। ঘটনার দিন ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা এলাকায় ওলামাদের সঙ্গে আওয়ামীলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে শহরের হাটের রাস্তায় জামায়াত নেতা আব্দুস সালাম নিহত হন। এই ঘটনায় চলতি বছরের আগস্ট মাসের ২৬ তারিখে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম সহ ৭০ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরো ২০০ জনের নামে সদর থানায় মামলা করেন নিহত’র শ্বশুর আবু বকর। এই হত্যা মামলায় সাইদুল করিম মিন্টুকে রিমান্ডে পাঠায় আদালত। এদিকে ২০১৫ সালের ২৯ জুন শহরের গুলশান পাড়া এলাকায় তরিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়। এই মামলায়ও সাইদুল করিম মিন্টু ও দলের আরেক নেতা কাজী কামাল বাবু ওরফে গ্যাস বাবুকে রিমান্ডে নিয়েছে পুলিশ। খবর নিশ্চিত করে ঝিনাইদহ কোর্ট ইন্সপেক্টর আব্দুর রহিম মোল্লা বলেন, আব্দুস সালাম হত্যা মামলায় সিআইডি’র পক্ষ থেকে সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হলে আদালত তাদের হেফাজতে রেখে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে তরিকুল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাইদুল করিম মিন্টু ও কাজী কামাল আহমেদ বাবুকে রিমান্ডের আবেদন করে সদর থানা পুলিশ। সেই প্রেক্ষিতে আদালত তাদের দু-জনকে পুলিশ হেফাজতে রেখে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় (কোলকাতার সঞ্জিভা গার্ডেনে হত্যার ঘটনা ঘটে) আগে থেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
Aw, this was an extremely good post. Taking
a few minutes and actual effort to produce a top notch article… but what can I
say… I hesitate a whole lot and never seem to get anything done.
Review my web blog; lottery results
My brother recommended I would possibly like
this blog. He was once totally right. This submit actually made my day.
You can not believe simply how much time I had spent for this information! Thank you!
Here is my blog post; the growth matrix penis enlargment