হত্যা মামলা : খুলনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
খুলনায় কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের আছের আলী মোড়লকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তার বিরুদ্ধে কয়রা থানায় দায়েরকৃত ২০১৩ সালের পুলিশ হত্যা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) আদালত আমলে নেওয়ায় তাকে বরখাস্ত করা হয়।
গত মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারি সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত আদেশে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গতকাল বুধবার কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকুনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
আদেশে জানানো হয়েছে, ইউপি চেয়ারম্যান আছের আলীকে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪(৪) ধারায় অপরাধ সংঘটিত করায় একই আইনের ৩৪(২) ধারা মতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৯ মার্চ আসামি ধরতে গিয়ে দক্ষিণ বেদকাশির আংটিহারা পুলিশ ফাঁড়ির পুলিশ কনস্টেবল মফিজুল ইসলাম দুর্বৃত্তের গুলিতে নিহত হন। ওই মামলার তদন্তে ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়লের সম্পৃক্ততার বিষয়ে তদন্ত প্রতিবেদন (চার্জশিট) আদালতে জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত ২৮ সেপ্টেম্বর আদালতে চার্জশিট গৃহীত হলে তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।
Get your game on—experience epic battles and challenges Lucky Cola