হয়তো হাথুরু আমাকে ভালো বুঝে: সৌম্য 

Share Now..

হঠাৎ করেই জাতীয় দলে ডাক পান ওপেনার সৌম্য সরকার। তারপরই শুরু হয় সমালোচনা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শূন্য রানে আউট হলে বেড়ে যায় সমালোচনার মাত্রা। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পছন্দের হওয়ার কারণেই তিনি সুযোগ পেয়েছেন এমনটাও শোনা যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৬৯ রানের অসাধারণ এক ইনিংস হাথুরুকে নিয়ে কথা বলেছেন এই সৌম্য। তার ওপর আস্থা রাখায় হাথুরুর প্রশংসা করেছেন এই টাইগার ওপেনার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সৌম্য বলেন, ‘সৌম্য সৌম্যই ছিলাম। হয়তো সে (হাথুরু) আমাকে ভালো বুঝে, এজন্য ছোট একটা জিনিস বলেছে, যা আমার জন্য ক্লিক করেছে। আমরা কীভাবে দেখি সেটা বড় বিষয়। একটা মানুষ হেঁটে গেলেও তার মধ্যে অনেক নেগেটিভিটি পাবেন। আপনি যদি কেবল নেগেটিভিটি দেখতে চান নেগেটিভিটিই দেখবেন। পজিটিভ চিন্তা করলে পজিটিভ জিনিস পাবেন। হয়তো উনি পজেটিভ জিনিসটাই চিন্তা করে।’

তিনি আরও বলেন, ‘আমি তো খেলোয়াড়, আমাকে খেলতেই হবে। ভালো খেললে হয়তো ভালোটা নিয়ে লিখবেন, খারাপ করলে খারাপ লিখবেন। এটা আপনাদের কাজ, আমার কাজ খেলা। এগুলো নিয়ে ভাবা হয়নি। ভাবলে হয়তো নিজের ওপর চাপ আসত। আমি কেবল নিজের খেলার ওপর বিশ্বাস রেখেছিলাম, আমার যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ার ওপর আস্থা ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *