হরতাল অবরোধের নামে নৈরাজ্য ও জ্বালাও পোড়াও করলে দাঁতভাঙ্গা দেওয়া হবে-সাইদুল করিম মিন্টু

Share Now..

\ ঝিনাইদহ অফিস \
জামায়াত বিএনপি ডাকা অবরোধ প্রত্যাখ্যান করার আহবান জানিয়ে জেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, হরতাল অবরোধের নামে নৈরাজ্য ও জ্বালাও পোড়াও করার চেষ্টা করলে তার দাঁতভাঙ্গা জবাব দেবে ঝিনাইদহ আওয়ামী লীগের নেতা কর্মীরা। এছাড়াও তিনি আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের প্রধান বিচারপতির বাসভবনে নগ্ন হামলা, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে জেলা স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর ) বিকেলে শহরের পায়রা চত্বরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রানা হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
সে সময় বক্তব্য রাখেন সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সরোয়ার খান সউদ,জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মনজুর পারভেজ তুষার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জজ কোর্টের জিপি এ্যাড. বিকাশ কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জজ কোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *