হরর থ্রিলারে শাহরুখ খান!

Share Now..

বলিউডে প্রথমবারের মতো হরর থ্রিলার ঘরানায় অভিনয়ের গুঞ্জনে মুখরিত শাহরুখ খান ভক্তরা। চলচ্চিত্র নির্মাতা আদিত্য সর্পোতদার তার নতুন সিনেমা ‘হেরেটিক’-এর জন্য কিং খানকে আদর্শ পছন্দ বলে মন্তব্য করেছেন। সিনেমাটি হবে একটি বড় বাজেটের হরর থ্রিলার, যেখানে প্রচুর ভিএফএক্সের ব্যবহার থাকবে।  

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, সর্পোতদার সম্প্রতি এক আলোচনায় বলেছেন, ‘শাহরুখ খানের ক্যারিশমা এবং চরিত্রের গভীরতা তাকে হরর থ্রিলার ঘরানার জন্য নিখুঁত পছন্দ বানিয়েছে।’ এই মন্তব্যের পর থেকেই ধারণা করা হচ্ছে, ‌‘হেরেটিক’-এ শাহরুখকে দেখা যেতে পারে। যদিও সর্পোতদার সরাসরি এ বিষয়ে কিছু জানাননি।  নিজের আসন্ন প্রকল্প সম্পর্কে সর্পোতদার বলেন, ‘হেরেটিক’ একটি ভৌতিক ও সাসপেন্সধর্মী গল্প নিয়ে তৈরি হচ্ছে। তার মতে, জটিল আবেগ এবং রহস্যময় চরিত্র ফুটিয়ে তুলতে শাহরুখের দক্ষতা অসাধারণ। তিনি মনে করেন, শাহরুখের উপস্থিতি সিনেমার ভৌতিক আবহ এবং থ্রিলার ঘরানার গভীরতা আরও বাড়িয়ে তুলবে।   এছাড়া, সর্পোতদার আরও বলেন, ‘হেরেটিক’ বলিউডের হরর থ্রিলার ঘরানায় নতুন দিগন্ত উন্মোচন করবে। শাহরুখ খান যদি সিনেমাটিতে যুক্ত হন, তবে তা এই ঘরানার জন্য একটি বড় সাফল্য হয়ে উঠবে। তবে এখনও শাহরুখের এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি। ‘হেরেটিক’ সিনেমার প্রাক প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। সর্পোতদার বড় বাজেটের এই প্রকল্পের মাধ্যমে বলিউডে হরর থ্রিলারের একটি নতুন মাত্রা যোগ করার প্রত্যাশা করছেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *