হরিণাকুণ্ডুতে অবৈধ বালু বোঝাই লাটাহাম্বার জব্দ

Share Now..

হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে অবৈধভাবে উত্তোলিত বালু বোঝাই লাটাহাম্বার জব্দ করলেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।
মঙ্গলবার সকাল নয়টা নাগাদ তিনি উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়নকান্দী গ্রামের অবৈধভাবে বালু উত্তোলনের স্থান থেকে ভ্রাম্যমান আদালত পরিচালোনা করে বালু বোঝাই একটি ও খালি অন্য একটি লাটাহাম্বার জব্দ করেন।
এসময় উভয় লাটা নাম্বারের ড্রাইভার ও লেবাররা পালিয়ে যায়।
বর্তমানে লাটা নাম্বার দুইটি উপজেলা পরিষদ চত্তরে রাখা আছে।
এ ব্যপারে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ এর কাছে যানতে চাইলে বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধকল্পে প্রশাসন নিয়জিত রয়েছে, কিছুদিন পূর্বে অভিজান পরিচালনা করে বুলু উত্তোলন ও বিক্রয় বন্ধকরা হয়েছিলো, আইন অমান্য করায় পূনরায় অভিজান পরিচালনা করে লাটাহাম্বার দুইটি জব্দ করা হয়েছে।ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায়, জরিমানা করা না গেলেও, আইনি প্রকৃয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *