হরিণাকুণ্ডুতে আত্মহত্যা প্রতিরোধে আলোচনা

Share Now..


হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ‘আত্মহত্যা বিষয়ে ইসলামের বিধান’ শীর্ষক আলোচনা
অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা
অনুষ্ঠিত হয়।
বখাটেদের উৎপাত, মা-বাবার বকুনি, পারিবারিক বিপর্যয়, মানসিক অশান্তি, নারী
নির্যাতন, ধর্ষণ, আর্থ-সামাজিক প্রেক্ষাপট, মূল্যবোধের অবক্ষয়সহ আত্মহত্যার নানা
দিক নিয়ে অনুষ্ঠিত এই আলোচনায় সভাপতিত্ব করেণ উপজেলা নির্বাহী অফিসার
সৈয়দা নাফিস সুলতানা।
উপজেলা ঈমাম সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ঈমাম ও ইসলামিক
ফাউন্ডেশনের গনশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে আলোচনা সভায়
প্রধান বক্তা ছিলেন ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান।
বিশেষ অতিথি হিসাবে পরামর্শ ও শিক্ষামূলক বক্তব্য রাখেন সহকারী
কমিশনার(ভূমি)সেলিম আহমেদ ,থানা অফিসার ইনচার্জ(ওসি)আব্দুর রহিম মোল্লা,
হরিণাকুণ্ডু প্রেস ক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু প্রমূখ।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা শামছুর রহমান, ফিল্ড সুপারভাইজার লুৎফর
রহমান, শিক্ষক প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুন, ঈমাম সমিতির সভাপতি মঈনুদ্দিন
আহম্মেদ, ঈমাম মাওলানা তৈয়বুর রহমান, আব্দুর রাজ্জাক প্রমূখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *