হরিণাকুণ্ডুতে করোনা প্রতিরোধে প্রশাসনের কঠোর বিধিনিষেধ বিকাল ৫টার পর ভুতুড়ে শহরে রুপান্তরিত হরিণাকুণ্ডু
হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে উপজেলা প্রশাসনের কঠোর বিধিনিষেধ আরোপ। বিকাল ৫টার পার হরিণাকুণ্ডু বাজার রুপান্তরিত হয়েছে ভতুড়ে শরের ন্যায়, আর এটা সম্ভব হয়েছে উপজেলা প্রশাসনের কর্ণধার উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানার প্রচেষ্টায়। আর ঝিনাইদহ জেলা প্রশসকের নির্দেশে আজ ২২ জুন সন্ধা ৬টা থেকে ৩০জুন মধ্যরাত পর্যন্ত ঝিনাইদহ জেলার সর্বত্র লকডাউন কার্যকর করা হবে। আর সাথে থেকে সমপরিমান সহযোগিতা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা। পৌর মেয়র মোঃ ফারুক হোসেন। করোনা প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে রতদিন এককরে হরিণাকুণ্ডুর এপ্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত ছুটুে চলেছে ইউএনও সৈয়দা নাফিস সুলতানার সাথে সময়ের ব্যবধানে কখনও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন কখনও সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী কখনও থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা। পুলিশ টহল আরোও জোরদার করা হয়েছে । সরকারী বিধিনিষেধ কার্যকর করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ কঠোরতার পাশাপাশি আন্তরিকতার সঙ্গে জনসাধারণকে সচেতন করার কৌশল অবলম্বন করছে উপজেলা প্রশাসন। সে কারণ আরপিত বিধিনিষেধ অনেক অংশে মানসিক ভাবে মেনেই নিয়েছে জনসাধারণ। আর তার কারণে প্রতিদিন বিকাল ৫ টার পর ভুতুড়ে শহরে পরিনত হচ্ছে হরিণাকুণ্ডু বাজার সহ ব্যস্ত এলাকাগুলো। এই লক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে সকল ইউপি চেয়ারম্যান ও দোকান মালিক সমিতি এবং বাজার কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে জরুরী বৈঠকে নানা সিদ্ধান্ত গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ এর শুরু থেকে এপর্যন্ত হরিণাকুণ্ডুতে মোট আক্রান্তের সংখ্যা নারী ও পূরুষ ৬২ জন, তার মধ্যে ১জন নারী ও ২জন পূরুষ মৃত্যুবরণ করেছেন, ১০ জন ঝিনাইদহ মাগুরা ফরিদপূর সহ বিভিন্ন জোলা শহরে চিকিৎসাধীন রয়েছে ৪৯ জন নারী পূরুষ আক্রান্ত রোগী বাড়ীতে চিকিৎসা নিচ্ছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ।
Discover new worlds, unlock endless rewards Lucky Cola