হরিণাকুণ্ডুতে ছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক উধাও

Share Now..


হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অনিক হোসেন (১৮) নামের এক প্রাইভেট শিক্ষক তার
ছাত্রীকে নিয়ে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। যানা যায় ছাত্রী অনামিকা (১৫)
শিক্ষক অনিকের চাচাতো ভায়ের মেয়ে।প্রেমের টানে পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকা
জুড়ে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে।
শিক্ষক অনিক হোসেন উপজেলার জোড়াদহ ইউনিয়নের বেলতলা গ্রামের মন্টু মন্ডলের ছেলে
আর অনামিকা একই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
দীর্ঘদিন ধরে অনিক ঐ মেয়েটিকে প্রাইভেট পড়িয়ে আসছিল একপর্যায়ে তাদের মাঝে
প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত রবিবার বিকালে অজানার উদ্দেশ্য পাড়ি দেয় তারা।
এ ঘটনায় এলাকাবাসীর অনেকে জানায়, দীর্ঘদিন ধরে মেয়েটাকে প্রাইভেট পড়ায়
অনিক। সম্পর্কে চাচা ভাতিজি হয়, নিজের মেয়ের মতো মনে করেই পড়াতো সে, কিন্তু
এমন কুবুদ্ধি মনে আসবে হয়তো তাদের পরিবারের লোকজন কেউ বুঝতে পারিনি।
অনিকের বাবা মন্টু মিয়া জানায়, ওই ছেলেতে মানসম্মান সব নষ্ট করে দিয়েছে আমার।
গ্রামে আমার মূখ দেখানোর মতো নেই। তিনি আরও বলেন, আত্মীয় স্বজন সহ বিভিন্ন
এলাকায় খুঁজাখুঁজি করা হচ্ছে, এছাড়াও নিজেরা পারিবারিক ভাবে বসে একটা
সমাধানের চেষ্টা করছি।
অন্যদিকে অনামিকার বাবা আলমগীর হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে ঢাকায় থাকি।
ভায়ের কাছে বিশ্বাস করে আমার মেয়েকে পড়াতে দিয়েছিলাম। হঠাৎ করে মেয়ের কি
বুদ্ধি হলো যে, চাচার সাথে উধাও হয়ে যেতে হল।
এ ঘটনায় জোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা পলাশের সাথে সাংবাদিকরা
মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনা আমি শুনেছি, মেয়ে এবং ছেলের
পরিবার তাদের কে খুঁজাখুঁজি করছে।
জোড়াদহ ক্যাম্পের আই সি সাইফুল ইসলাম জানান, মেয়ের পক্ষ থেকে থানায় একটা
অভিযোগ করা হয়েছে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *