হরিণাকুণ্ডুতে ভিক্ষুক পুনর্বাসনে উপজেলা প্রশাসনের ছাগল বিতরণ
হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান নিশ্চিতে ছাগল সহ নগদ অর্থ বিতরণ করা হয়।
উপজেলার হাসিনা খাতুন , শফি উদ্দীন,জুব্বার মুন্সী,আঞ্জলী খাতুন, মৃত্য নায়েব আলীর প্রতিনিধি, মানোয়ারা খাতুন,আব্দুস, আবেদা খাতু, সীতা রানী,গোবিন্দ কুমার, সুন্দরী, মৃত্য জবেদ আলীর প্রতিনিধি,মালেকা খাতুন, মনজের আলী,সহ ৮জন ভিক্ষুকদের মাঝে ছাগল ও উপকরণ ক্রয়ে সর্বচ্য ২শত টাকা ভিক্ষুক প্রতি বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শিউলী রাণী,হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু,সমাজসেবা কার্জালয়ের অফিস সহকারী শেখ ফাহাদ আকাশ সহ আনেকে।