হরিণাকুণ্ডুর বিভিন্ন ইউনিয়নে ভূমিহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক
হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ঘরও নেই জমিও নেই প্রকল্পের আওতায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার উপজেলার কুলবাড়ীয়া গুচ্ছোগ্রাম,কাপাশহাটিয়া,চাঁদপূর সহ বিভিন্ন ইউনিয়নে ক শ্রেণীর ভূমিহীনদের জন্য ঘর প্রতি ১লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৪০টি ঘর পরিদর্শন কালে সন্তোষ প্রকাশ করলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ সেলিম রেজা,হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন, তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম, জোড়াদাহ ইউপি চেয়ারম্যান নাজমূল হুদা পলাশ,কাপাশহাটিয়া ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, চাঁদপূর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু, সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলু সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হতদরীদ্রের ঘর পরিদর্শন কালে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান সুবিধাভোগীদের কাছে মুজিববর্ষে ভূমিহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার নিরাপদ ঘর পাওয়ায় অনুভূতি জানতে চাইলে কুলবাড়ীয়া গুচ্ছোগ্রামের আনেছা বেগম,মোনয়ারা খাতুন, সোনাভানু, মহিমা খাতুন,পারভীনা খাতুন,লিপি খাতুন,কাপাশহাটিয়া গ্রামের নাজমূল হক,শুকুর আলী,চাঁদপূর গ্রামের হাবিবুর রহমান,নাজমূল হোসেন বলেন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সাপখোপের অত্যাচার অনেক কষ্ট করেছি , আল্লাহ মুজিব কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন ও সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী মাধ্যমে আমাদের দিকে মুখতুলে তাকিয়েছেন। এক নম্বর ইট,ভালো সিমেন্ট,মোটা বালি, মোটা টিন ও সারি কাঠ ব্যবহার করে ভালো ডিজাই করা সিডের দরজা লাগানো ঘর পেয়েছি, নিরাপদ ভাবে বসবাসের সুযোগ পেয়েছি, আল্লাহ জেলা প্রশাসক মজিবর রহমান সহ সকলকে হেফাজত করবেন। এসময় জেলা প্রশাসক চলমান কলডাউনে কর্মহীন হয়েপড়া ঘর পাওয়া হতদরীদ্রের মাঝে চাল, ডাল,আলু,তেল,পিয়াজ সহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।