হরিণাকুন্ডুতে আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা
\ হরিণাকুন্ডু প্রতিনিধি \
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, পৌরসভার মেয়র ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ, থানা ওসি (তদন্ত), সাবেক সাংগাঠুনিক কমান্ডার তাহাজ উদ্দীন, উপজেলা ইঞ্জিনিয়ার রকিব হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জল কুমার কুন্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা শিউলী রাণী, সমবায় কর্মকর্তা শামীমা নাসরিন, উপজেলা সহকারী প্রোগ্রামার ওয়াসিকুর রহমান সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান। ইউপি চেয়ারম্যান এ্যাডঃ বজলুর রহমান, শরাফত দৌলা ঝন্টু, বসির উদ্দীন, কামাল হোসেন, নাজমূল হুদা তুষার, নজুর রাশেদ, আবুল কালাম আজাদ, জাহিদুল ইসলাম বাবু মিয়া, মাওলানা ময়নদ্দীন আহমেদ, বাবু বিস্বনাথ সাধুখা সহ সকল সদস্য।
এছাড়াও একই সময়ে উপজেলা পরিষদের সাধারণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু, পৌর মেয়র ফারুক হোসেন সহ আট ইউপি চেয়ারম্যান সহ কমিটি সদস্যবৃন্দ। সভায় দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, লাগাতার আবরোধ,অতিষ্ঠ জনজীবনে শান্তি ফিরিয়ে আনতে করনীয় বিষয়ে পুলিশকে বিভিন্ন নির্দশনা সহ বিষদভাবে আলোচনা করা হয়।