হরিণাকুন্ডুতে কৃষক আবু বকর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কৃষক আবু বকর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া ৩ আসামীর ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। রোববার (২৪ মার্চ) বিকালে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ বাহাউদ্দিন আহম্মেদ এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিতরা হলেন হরিণাকুন্ডু উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত আত্তাব আলীর ছেলে আক্কাচ আলী, আব্দুল বারীর ছেলে হাসিবুল ইসলাম, মৃত আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম, মৃত ইউসুফ আলীর ছেলে ইউনুচ আলী, আলী মন্ডলের ছেলে কাশেম মিয়া, মৃত জনাব আলী মন্ডলের ছেলে মতিয়ার রহমান, মৃত ইলামদ্দি মন্ডলের ছেলে ইয়াকুব আলী ও মৃত আবুল হোসেনের ছেলে সোলাইমান হোসেন। মামলা সুত্রে জানা গেছে, ২০১২ সালের ১৭ মে হরিণাকুন্ডু উপজেলার গোপিনাথপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ওই গ্রামে কৃষক হাফিজুর রহমানের উপর হামলা চালায় প্রতিপক্ষরা। হাফিজুরকে রক্ষা করতে ছুটে আসেন কৃষক আবু বকর। এ সময় তাকেও যখম করেন আসামীরা। তাদের দুইজনকে উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কৃষক হাফিজুর রহমান ও আবু বকরের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু বকর মারা যান। এ ঘটনায় ২১ মে নিহতের ভাই আবু তালেব বাদী হয়ে ১৬ জনকে আসামী করে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে রোববার মামলার আসামী আক্কাচ আলী, হাসিবুল, রবিউল ইসলাম, ইউনুস আলী ও কাশেমকে যাবজ্জীবন কারাদন্ডসহ ২০ হাজার টাকা জরিমানা এবং মতিয়ার রহমান, ইয়াকুব আলী, সোলাইমান হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদন্ডসহ ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন বিচারক। দন্ডিতদের মধ্যে হাসিবুল ইসলাম পলাতক রয়েছে। অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার ৮ আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
І’m really enjoying the desgn and layyout of your site.
It’s a very easy on thе eyes which makes it much
more pleasant for me to come here and visit mоre often. Did you hire ߋᥙt a developer
to create your theme? Exceⅼlent work! https://biowiki.clinomics.com/index.php/Togel_Savannah_Bananas:_Apakah_Kamu_Meraih_Kans_Bakal_Membeli
http://mexicanpharm.online/# purple pharmacy mexico price list