হরিণাকুন্ডুতে প্রাইভেট পড়ার টাকা নিয়ে সংঘর্ষে একজন নিহত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শেখ বেড়বিন্নি গ্রামে প্রাইভেট পড়ার টাকা নিয়ে দু’টি সামাজিক দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আলতাফ হোসেন বিশ্বাস (৬৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি বেড়বিন্নি গ্রামের নকিব বিশ্বাসের ছেলে। পুলিশ ও গ্রামবাসী জানায়, রাজু আহম্মেদ নামে স্থানীয় এক প্রাইভেট শিক্ষকের কাছে পড়ে টাকা না দেওয়া নিয়ে বিরোধের সুত্রপাত। ৫ দিন কম পড়িয়ে শিক্ষক রাজু আহম্মেদ টাকা দাবী করলে অষ্টম শ্রেনীর ছাত্র হাবিবুর রহমানের পিতা শেখপাড়া বিন্নি গ্রামের নজরুল মুন্সি প্রতিবাদ করেন। তিনি ৫ দিনের টাকা কম দিতে চাইলে শিক্ষক রাজু আহম্মেদ ছাত্রকে মারধর করেন। নজরুল সামাজিক ভাবে শহিদুল বিশ্বাসের সমর্থক। গত এক সপ্তাহ আগে বেড়বিন্নি বাজারে শহিদুলের সমর্থক শিক্ষক রাজুু আহমেদ ও বকুল হোসেনকে মারধর করে সিরাজুলের লোকজন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্ত বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সামাজিক বিরোধ চলছে। সকালে প্রাইভেট পড়ানোর টাকা নিয়ে এক শিক্ষার্থীকে মারধর করেন রাজু নামে এক স্কুল শিক্ষক। এ নিয়ে সাবেক চেয়ারম্যান মোস্তফার সমর্থক ওই গ্রামের সিরাজুল, আজিজ, কালু ও আনোয়ারের লোকজন এবং বর্তমান চেয়ারম্যান কামাল হোসেনের সমর্থক সুজাত, মতিয়ার ও হাসমতের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে রোববার সকালে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে শহিদ গ্রুপের সমর্থকরা শেখপাড়া বিন্নি গ্রামে সংঘর্ষে লিপ্ত হয়। এতে শহিদ বিশ্বাসের সমর্থক আলতাফ বিশ্বাস, নাজমুল ও মিলনসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালে ভর্তির পর রোববার দুপুরে আলতাফ বিশ^াস মারা যান। ঝিনাইদহ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রেজওয়ান আক্তার জানান, হরিণাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামে মারামারিতে আহত হয়ে ৩ জন রোগী হাসপাতালে আসেন। এর মধ্যে আলতাফ হোসেন বিশ্বাস মারা যান। মাথায় আঘাতের কারনে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা গোলাম মোস্তফা বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে এই সংঘর্ষ হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সামাজিক বিরোধ রয়েছে। চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান যুবলীগ নেতা কামাল হোসেন বলেন, জামায়াত বিএনপির লোকজন অতর্কিত হামলা করে এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবী করেন। এ ব্যাপারে হরিনাকুন্ডু থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, সকালে বেড়বিন্নি গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা ও বর্তমান চেয়ারম্যান কামাল হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েক জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে একজন মার যান। এঘটনায় রায়হান নামের একজনকে আটক করেছে পুলিশ। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে রোববার বিকাল পর্যন্ত কোন মামলা করা হয়নি।