হরিণাকুন্ডুতে বালতির পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু
Share Now..
\ স্টাফ রিপোর্টার, হরিণাকুÐু \
ঝিনাইদহের হরিণাকুন্ডু পল্লীতে বালতির পানিতে ডুবে তাসফিয়া নামের পৌনে তিন বছরের এক কন্যা শিশু মৃত্যুবরণ করেছে।
গত বৃহস্পতিবার দুপুরে হরিণাকুÐু পৌরসভার এক নাম্বর ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঐ গ্রামের আরিফুল ইসলামের মেয়ে তাসফিয়া দুপুরে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পানি ভর্তি বালতির মধ্যে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে না পেয়ে স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজির পর বালতির মধ্যে ডুবন্ত অবস্থায় দেখতে পায় । পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তাসফিয়াকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।