হরিণাকুন্ডুতে ভ্যান উল্টে শিশু নিহত
\ ঝিনাইদহ অফিস \
ঝিনাইদহের হরিণাকুÐুতে পাখিভ্যান উল্টে পুকুরে পড়ে নাঈম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকেলে উপজেলার তৈলটুপী গ্রামের জামাত বিক্রস ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের গোলজার আলির ছেলে। সে তৈলটুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। জানা গেছে, শুক্রবার বিকেলে নাঈম তার বাবা-মা সাথে নিয়ে ইবি থানার ঝাউদিয়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাধুহাটি-ঝাউদিয়া সড়কের তৈলটুপী গ্রামের জামাত বিক্রস ইটভাটার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। হরিণাকুÐু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঢাকা পোস্টকে বলেন, ভ্যান উল্টে শিশু নিহত হওয়ার ঘটনা জানতে পেরে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।