হরিণাকুন্ডুতে স্কুলছাত্রীকে অপহরণের পর ধ*র্ষন একজনের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার, ঝিনাইহঃ ঝিনাইহের হরিণাকুন্ডুতে স্কুলছাত্রীকে ধর্ষণের পর অপহরণ মামলার ুইটি ধারায় যাবজ্জীবন ও ১৪ বছরের কারান্ড েিয়ছে আালত। একই সাথে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ন্ডিত ব্যক্তি হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের আব্দুল লতিফের ছেলে আমিরুল ইসলাম। মঙ্গলবার সকালে ঝিনাইহ নারী ও শিশু নির্যাতন মন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এন্ডাশে প্রাণ করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসাইল হোসেন জানান, ২০০৮ সালের ১৫ মে হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন িেখয়ে অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের আমিরুল ইসলাম।ুই নি ঝিনাইহ শহর ও হরিণাকুন্ডুর সাতব্রীজ এলাকায় আটকে রেখে ধর্ষণ করে। ১৭ মে ঝিনাইহ শহরের কলারহাট এলাকায় তাকে ফেলে পালিয়ে যায় আমিরুল ইসলাম। এ ঘটনায় ২৯ মে নির্যাতিতার মা বাি হয়ে হরিণাকুন্ডু ানায় আমিরুলকে আসামী করে একটি মামলা ায়ের করেন। পুলিশ তন্ত শেষে ওই বছরের ২৯ জুলাই আমিরুলকে অভিযুক্ত করে আালতে চার্জশীটাখিল করেন। ীর্ঘনি বিচারিক প্রক্রিয়া শেষে আালত ওই মামলায় একটি ধারায় আমিরুলকে যাবজ্জীবন কারান্ড ও ুই লাখ টাকা জরিমানা এবং অপর একটি ধারায় ১৪ বছরের কারান্ড ও ১ লাখ টাকার জরিমানা করে। মামলায় অপরাধের সাজা একসাে কার্যকর হবে।
Play with friends and make new ones in our online games! Lucky Cola
Forge your path to greatness—start playing today! Lucky Cola
Master your skills and rise to the top of the rankings! Lucky Cola