হরিণাকুÐুতে দূর্ণীতি দমন ও প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
\ হরিণাকুÐু প্রতিনিধি \
ঝিনাইদহের হরিণাকুÐুতে ৯ ডিসেম্বর দূর্ণীতি প্রতিরোধ দিবস পালনে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, উপজেলা দোয়েল চত্তরে, উপজেলা নির্বাহী অফিসার বি, এম তারিক-উজ-জামান ও সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তারের উপস্থিতিতে ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের সমন্ময়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে “দূর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোক্তার আলী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বি, এম তারিক-উজ- জামান। অধ্যক্ষ রবজেল হোসেনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা উজ্জল কুমার কুন্ডু। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ও বিশিষ্ট ক্রীড়াবীদ আব্দুল ওয়াহেদ জোয়ার্দার, প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য মোখলেচুর রহমান লাড্ডু, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাহারা খাতুন।