হরিণাকুÐুতে ফসলী জমি হতে মাটি কাটার অপরাধে জরিমানা

Share Now..

\ স্টাফ রিপোর্টার,হরিণাকুÐু \
ঝিনাইদহের হরিণাকুÐু পৌরসভাধীন জোড়াপুকুরিয়া গ্রামের মাঠে অনুমতি বিহীন ফসলী জমির মাটি কেটে জমির শ্রেণী পরিবর্তন করাসহ মাটি বিক্রয়ের অপরাধে দুই ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বি,এম তারিক-উজ-জামান।
গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জোড়াপুকুরিয়া গ্রামের মাঠে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত, ফসলী জমির মাটিকেটে বিক্রয় করার অপরাধে “বালু মহল ও মাটি ব্যাবস্থাপনা সংশোধিত আইন ২০২৩ এর ১৫(১) ধারায় একটি মামলার বিপরীতে চতুর আলীর ছেলে রাতিকুল ইসলাম ও তিজারত মন্ডলের ছেলে ভোলা মন্ডলকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় তিনি জরিমানাসহ আর কখনও জমিতে মাটি কেটে বিক্রয় করবে না মর্মে মুচলেকা প্রদান করে।
ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রধান অফিস সহকারী এ এম ইউনুস আলী ও প্রোসেস সার্ভার মঞ্জু মিয়া।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
এছাড়াও গত শুক্রবার তিনি সরকারী আইন- ১৮৮ ধারা অমান্য করার অপরাধে এক ব্যক্তিকে এক হাজার চারশত টাকা জরিমানা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *