হরিনাকুন্ডু উপজেলা সমিতি ঢাকার সাথে ঝিনাইদহ-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুলের শুভেচ্ছা বিনিময়
Share Now..
\ ঝিনাইদহ প্রতিনিধি \
হরিনাকুন্ডু উপজেলা সমিতি ঢাকার কর্মকর্তাবৃন্দ ঝিনাইদহ-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সাথে শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন জ্ঞাপন করেন। শনিবার (১৩ জানুয়ারী) ঢাকাস্ত হরিনাকুন্ডু উপজেলা সমিতির কার্যালয়ে সভাপতি অধ্যাপক ড. আব্দুর মজিদ সহ সমিতির কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন, প্রকৌশলী কামরুল ইসলাম, জাতীয় পুরস্কারপ্রপ্ত বিশিষ্ট চলচিত্র অভিনেতা দীপু ইসলাম সমর কুমার সহ হরিনাকুন্ডু উপজেলা সমিতি ঢাকার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
смотреть турецкие сериалы онлайн бесплатно на русском
мультфильм