হলিউডে গাল গাদোতের সঙ্গে অভিনয় করবেন আলিয়া
বলিউডে অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম আলিয়া ভাট। এবার গণ্ডি পেরিয়ে হলিউডেওআত্মপ্রকাশ করতে চলেছেন। নেটফ্লিক্সের আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তি থ্রিলার ‘হার্ট অফ স্টোন’ ছবিতে গাল গাদোত ও জেমি ডরন্যানের সঙ্গে অভিনয় করতে চলেছেন তিনি।
গালফ নিউজ জানিয়েছে, বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ‘হার্ট অফ স্টোন’ ছবির জন্য শ্যুটিং শুরু করতে চলেছেন আলিয়া।
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির শ্যুটিং শেষ করার পরই আলিয়া উড়ে যাবেন ইংল্যান্ডে। সেখানেই একটানা শ্যুটিং চলবে তার নতুন ছবির। শোনা যাচ্ছে টম হার্পার পরিচালিত এই ছবির জন্য মে মাসের শেষ থেকে অগাস্ট পর্যন্ত শ্যুটিং চলবে। ২০২৩-এ গ্লোবাল প্রিমিয়ারের জন্য তৈরি হচ্ছে সিরিজটি। ছবির স্ক্রিপ্ট লিখেছেন গ্রেগ রুকা ও অ্যালিসন স্ক্রোডার। যদিও ছবির গল্প ও প্লট এখনও গোপন রাখা হয়েছে।