হাজার ছুঁতে কতো বাকী রোনালদোর  

Share Now..

বেশি কিছুদিন আগের কথা নয়, এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনালদো অবসরের বিষয়ে কথা তুলতে তিনি জানিয়েছেন, ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে চান তিনি। নিজের লক্ষ্যে পৌঁছেই টানবেন বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি। তখনো পর্তুগিজ এই তারকার এমন কথা নিয়ে হাসি-তামাশাও কম হয়নি। নিন্দুকেরা বলেছেন, এটি আদৌ কি সম্ভব! 

তবে নাম যখন ক্রিশ্চিয়ানো রোনালদো, তখন হয়তো অসম্ভব বলে কোনো কিছুই নেই। সেটারই প্রমাণ দিচ্ছে ৩৯ বছরে এসে। মাঠে যখন বল নিয়ে ছুটেন তিনি, তখনো হুট করে কেউ দেখলে মনে হতে পারে তার ক্যারিয়ারের সূর্য গোধূলি লগ্নে নয় বরং মধ্যগগনে। সবশেষ পাঁচ ম্যাচে চার বার প্রতিপক্ষের জালে বল জড়ান রোনালদো। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর রোনালদো ভক্ত-সমর্থকদের মধ্যে জোর আলোচনা চলছে। আর কতটি ম্যাচ খেললে হাজার ছুঁতে পারবেন পর্তুগিজ এই মহাতারকা।  নাকি হাজার গোলের আগেই ফুটবলকে বিদায় জানাবেন এই কিংবদন্তি। শনিবার (৫ অক্টোবর) রাতেও সৌদি প্রো লিগের ম্যাচে আল-ওরোবাহরের বিপক্ষে মাঠে নামে আল নাসর। সেই ম্যাচে গোলের দেখা পান ক্রিক্রশ্চিয়ানো রোনালদো। যা তার নতুন মৌসুমের সৌদি প্রো লিগে রোনালদোর পঞ্চম ম্যাচ ও আল নাসরের জার্সি গায়ে এটি তার ৪০তম গোল ছিল এবং এটা তার ক্যারিয়ারের ৯০৫ গোল। আর ৯৫টি গোল করলে ফুটবল ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে হাজার গোলের মাইলফলক স্পর্শ করবেন এই পর্তুগিজ তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *