হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম কারাগারে

Share Now..

বৈষম্যবিরোধী আন্দোলনে পুরান ঢাকার চুড়িহাট্টায় রাকিব হাওলাদার (১৬) নামে এক কিশোর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলাইমান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন। সেইসঙ্গে আগামী ২৭ নভেম্বর তার রিমান্ড শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

গত ৭ জানুয়ারির নির্বাচনে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের অন্যতম শীর্ষনেতা হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান তিনি। বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।  বৃহস্পতিবার সোলাইমান সেলিমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মো. আবুল খায়ের। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তবে এ মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে ২৭ নভেম্বর রিমান্ড শুনানির তারিখ ঠিক করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট সকালে রাজধানীর চাঁনখারপুল মোড়ে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে গুলিবর্ষণ করে ও এলোপাথাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মো. রাকিব হাওলাদার গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে বেলা পৌনে ৩টার দিকে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর নিহতের বাবা মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে চকবাজার মডেল থানায় হত্যা মামলা করেন।

2 thoughts on “হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম কারাগারে

  • November 15, 2024 at 9:29 am
    Permalink

    I loved as much as you will receive carried out right here The sketch is attractive your authored material stylish nonetheless you command get got an impatience over that you wish be delivering the following unwell unquestionably come more formerly again since exactly the same nearly a lot often inside case you shield this hike

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *