হাতিয়ায় নেশাগ্রস্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু

Share Now..

নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রিনা আক্তার (২২) উপজেলার পশ্চিম মাইজচরা গ্রামের নাদু মিয়ার মেয়ে। তার স্বামী মো. নাহিদ হোসেন (২৬) খুলনা জেলার রাজাপুর গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাহিদ ‌তার স্ত্রীকে নিয়ে প্রায় শ্বশুর বাড়িতে থাকতো। চার বছর আগে তাদের বিয়ে হয়েছে। তার একটি পুত্র সন্তান রয়েছে। সোমবার সন্ধ্যায় তিনি স্থানীয় চরচেঙা বাজারের একটি ফার্মেসি থেকে বেশ কিছু ঘুমের ওষুধ কিনে সেবন করেন। এক পর্যায়ে নেশাগ্রস্ত হয়ে রাত ৯ টার দিকে বাড়ি ফিরেন। এই নিয়ে স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়। এ সময় নাহিদ উত্তেজিত হয়ে স্ত্রীর বুকে ছুরিকাঘাত করেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতের স্বজনরা তাকে আটক করেন। এ ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নেশাগ্রস্ত হয়ে স্ত্রীকে হত্যা করে নাহিদ। তাৎক্ষণিকভাবে নিহতের  স্বজনরা তাকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ নাহিদকে আটক করে থানায় নিয়ে আসে। লাশ‌ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *