হাতিরঝিলে গাইবে আর্ক-শিরোনামহীনসহ ১২ ব্যান্ড
বন্যার্তদের পুনর্বাসনের অর্থ সংগ্রহে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘আর্ক’, ‘শিরোনামহীন’, ‘অ্যাশেজ’সহ দেশসেরা ১২ টি মিউজিক ব্যান্ড নিয়ে আয়োজিত হতে যাচ্ছে কনসার্ট ‘কিডলন সেভ বাংলাদেশ কনসার্ট ২০২৪’।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত এই কনসার্ট অনুষ্ঠিত হবে। এটি আয়োজন করছে ‘তান-রাত ইনস্টিটিউট অব বাংলাদেশ’।কনসার্টটি সাজানো হয়েছে ১২টি লাইনআপে। সেগুলো হল ব্যান্ড শিরোনামহীন, অ্যাশেজ, আর্ক, অ্যাভয়েড রাফা, আর্বোভাইরাস, কুঁড়েঘর, কাকতাল, সাবকনসিয়াস, এডভার্ভ, মাশিকুর রহমান, ওয়ারসাইট এবং এটিএ।
কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে ‘গেট সেট রক’ ওয়েবসাইটে। শিক্ষার্থীদের জন্য এই কনসার্টের টিকেট ফি ধরা হয়েছে ৫০০ টাকা। তান-রাত ইনস্টিটিউট অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইসরাত জাহান সালমা বলেন, বন্যার্তদের পুনর্বাসনের জন্য কনসার্টের আয়োজন করেছি। তাছাড়া দুর্গাপুজা উপলক্ষে উৎসবের আমেজ চলছে, আশা করছি আমাদের কনসার্টে অনেক দর্শক থাকবে। আমরা দর্শকদের ভালো একটি অভিজ্ঞতা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি।