হাথুরুকে দায়ী করলেন রকিবুল

Share Now..


তামিম ইকবালের এমন বিদায়ের জন্য শ্রীলঙ্কান কোচ হাথুরুসিংকে দায়ী করেছেন দেশের সাবেক ক্রিকেটার রকিবুল হাসান। তিনি বলেছেন, ‘এটার (তামিমের অবসর) পেছনে হাথুরুসিংহে রয়েছে। এখানে সব জায়গায় শ্রীলঙ্কান। হেড কোচ থেকে শুরু করে সব জায়গায় শ্রীলঙ্কান। একটা সিন্ডিকেট তৈরি হয়েছে।’ হাথুরুসিংহের আমলে সব সাফল্য এসেছে এটা ভাবার কোনো কারণ দেখছেন না রকিবুল। তিনি বলেছেন, ‘কোচ থাকে কিন্তু এক জন অধিনায়ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোচের চেয়েও অধিনায়কের গুরুত্ব বেশি। দল নির্বাচন থেকে শুরু করে অধিনায়কের কাজ অনেক বেশি। হাথুরুসিংহে চায় অধিনায়ক হবে ভেড়া। ভেড়াকে যা বলব সেটাই করবে। হাথুরু যা বলবে সেটাই হবে। তামিম তো সেটা না। বাংলাদেশের প্রতি হাথুরুর কোনো প্রেম নেই। কোনে মায়া নেই। এই হাথুরুর কথা ভুলে গেলে চলবে সে বাংলাদেশকে মাঝপথে রেখে চলে গিয়েছিল।’ রকিবুল যোগ করলেন, ‘এই হাথুরুসিংহেকে তার দেশ শ্রীলঙ্কা ঘাড় ধরে বের করে দিয়েছিল, কেন। আর এখানে এসে ছড়ি ঘোরাচ্ছে।’

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল অনেক কথাই বলতে চেয়েছেন। কিন্তু বলেননি। রকিবুল হাসান বলেন, ‘যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে। কেন কিছু বললেন না তামিম। বলতে হবে ক্রিকেটের স্বার্থে। যদি ক্রিকেটের মঙ্গলের জন্য হয় আমি তাকে শ্রদ্ধা করি। কারণ তামিমের পরিবারে এমন কোনো বিপর্যয় ঘটে যায়নি যে, এই সময় তাকে পদত্যাগ করতে হবে। তামিমকে দরকার।’

চট্টগ্রামে তামিমের সংবাদ সম্মেলন পর্যবেক্ষণ করেছেন রকিবুল হাসান। চাপা ক্ষোভ নিয়েই তামিম আচমকা এই সিদ্ধান্ত নিয়েছেন কিংবা নিতে বাধ্য হয়েছেন। তা না হলে তামিম কেন অন্য একটি হোটেলে গিয়ে সংবাদ সম্মেলন করতে আসবেন। আগের দিন রাতে চট্টগ্রামে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে ম্যাচ হয়ে গেছে। পরদিনই বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। কোনো কারণ ছাড়া এমন ঘটনা হওয়ার কথা না। ভেতরে ভেতরে চাপা ক্ষোভ চলছিল। কাল সেই ক্ষোভের আগুন বেরিয়ে এলো। তার প্রমাণ সংবাদ সম্মেলনে বিসিবির কেউ ছিলেন না। মিডিয়া ম্যানেজারকেও দেখেনি কেউ। তামিম তো টিম হোটেলে সংবাদ সম্মেলন করতে পারতেন, ঘোষণাও দেওয়া হয়েছিল। কিন্তু সেখান থেকে সংবাদ সম্মেলন সরিয়ে অন্য হোটেলে যেতে বাধ্য করা হয়েছে।

রকিবুল হাসান প্রশ্ন করলেন, ‘কেন মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ছিলেন না, বিসিবির কেউ ছিলেন না। কেন টিম হোটেল বাদ দিয়ে অন্য হোটেলে গেলেন তামিম।’ তামিমের অবসর ঘোষণার বিষয়টির পেছনে কী ঘটেছে তা উদঘাটনে তদন্ত চাইলেন সাবেক তারকা ক্রিকেটার রকিবুল হাসান। এভাবে এক অধিনায়ক কেন ক্রিকেটকে বিদায় বলবেন সেটা সহজে মেনে নিতে পারছেন না তিনি। রকিবুল হাসান বলেছেন, ‘তদন্ত হোক। তবে সেটা যেন বিসিবির লোক দিয়ে না হয়। বাইরের লোক দিয়ে করতে হবে। যদি তদন্ত রিপোর্ট প্রকাশ না করা যায় তাহলে সেটা গোপন থাকুক যেন আগামীতে ক্রিকেটের মঙ্গলের জন্য এটা কাজে লাগে। হাথুরুকে দায়ী করলেন রকিবুল
তামিম ইকবালের এমন বিদায়ের জন্য শ্রীলঙ্কান কোচ হাথুরুসিংকে দায়ী করেছেন দেশের সাবেক ক্রিকেটার রকিবুল হাসান। তিনি বলেছেন, ‘এটার (তামিমের অবসর) পেছনে হাথুরুসিংহে রয়েছে। এখানে সব জায়গায় শ্রীলঙ্কান। হেড কোচ থেকে শুরু করে সব জায়গায় শ্রীলঙ্কান। একটা সিন্ডিকেট তৈরি হয়েছে।’ হাথুরুসিংহের আমলে সব সাফল্য এসেছে এটা ভাবার কোনো কারণ দেখছেন না রকিবুল। তিনি বলেছেন, ‘কোচ থাকে কিন্তু এক জন অধিনায়ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোচের চেয়েও অধিনায়কের গুরুত্ব বেশি। দল নির্বাচন থেকে শুরু করে অধিনায়কের কাজ অনেক বেশি। হাথুরুসিংহে চায় অধিনায়ক হবে ভেড়া। ভেড়াকে যা বলব সেটাই করবে। হাথুরু যা বলবে সেটাই হবে। তামিম তো সেটা না। বাংলাদেশের প্রতি হাথুরুর কোনো প্রেম নেই। কোনে মায়া নেই। এই হাথুরুর কথা ভুলে গেলে চলবে সে বাংলাদেশকে মাঝপথে রেখে চলে গিয়েছিল।’ রকিবুল যোগ করলেন, ‘এই হাথুরুসিংহেকে তার দেশ শ্রীলঙ্কা ঘাড় ধরে বের করে দিয়েছিল, কেন। আর এখানে এসে ছড়ি ঘোরাচ্ছে।’

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল অনেক কথাই বলতে চেয়েছেন। কিন্তু বলেননি। রকিবুল হাসান বলেন, ‘যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে। কেন কিছু বললেন না তামিম। বলতে হবে ক্রিকেটের স্বার্থে। যদি ক্রিকেটের মঙ্গলের জন্য হয় আমি তাকে শ্রদ্ধা করি। কারণ তামিমের পরিবারে এমন কোনো বিপর্যয় ঘটে যায়নি যে, এই সময় তাকে পদত্যাগ করতে হবে। তামিমকে দরকার।’

চট্টগ্রামে তামিমের সংবাদ সম্মেলন পর্যবেক্ষণ করেছেন রকিবুল হাসান। চাপা ক্ষোভ নিয়েই তামিম আচমকা এই সিদ্ধান্ত নিয়েছেন কিংবা নিতে বাধ্য হয়েছেন। তা না হলে তামিম কেন অন্য একটি হোটেলে গিয়ে সংবাদ সম্মেলন করতে আসবেন। আগের দিন রাতে চট্টগ্রামে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে ম্যাচ হয়ে গেছে। পরদিনই বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। কোনো কারণ ছাড়া এমন ঘটনা হওয়ার কথা না। ভেতরে ভেতরে চাপা ক্ষোভ চলছিল। কাল সেই ক্ষোভের আগুন বেরিয়ে এলো। তার প্রমাণ সংবাদ সম্মেলনে বিসিবির কেউ ছিলেন না। মিডিয়া ম্যানেজারকেও দেখেনি কেউ। তামিম তো টিম হোটেলে সংবাদ সম্মেলন করতে পারতেন, ঘোষণাও দেওয়া হয়েছিল। কিন্তু সেখান থেকে সংবাদ সম্মেলন সরিয়ে অন্য হোটেলে যেতে বাধ্য করা হয়েছে।

রকিবুল হাসান প্রশ্ন করলেন, ‘কেন মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ছিলেন না, বিসিবির কেউ ছিলেন না। কেন টিম হোটেল বাদ দিয়ে অন্য হোটেলে গেলেন তামিম।’ তামিমের অবসর ঘোষণার বিষয়টির পেছনে কী ঘটেছে তা উদঘাটনে তদন্ত চাইলেন সাবেক তারকা ক্রিকেটার রকিবুল হাসান। এভাবে এক অধিনায়ক কেন ক্রিকেটকে বিদায় বলবেন সেটা সহজে মেনে নিতে পারছেন না তিনি। রকিবুল হাসান বলেছেন, ‘তদন্ত হোক। তবে সেটা যেন বিসিবির লোক দিয়ে না হয়। বাইরের লোক দিয়ে করতে হবে। যদি তদন্ত রিপোর্ট প্রকাশ না করা যায় তাহলে সেটা গোপন থাকুক যেন আগামীতে ক্রিকেটের মঙ্গলের জন্য এটা কাজে লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *