হাবিবের গীতিকার ফেসবুক ভক্ত!

Share Now..

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ সোমবার (৫ জুলাই) তার ফেসবুক পেজে লিখেছিলেন ‌‘বৃষ্টি যদি আর না থামে আজ’। বাকিটা লিখতে বলেছেন অন্যদের! তার এমন লিখতে বলার পেছনে সংগীতবিষয়ক রহস্য আছে। ভক্তদের দেওয়া একের পর এক বাক্য সাজাতে চান তিনি। যা দিয়ে হবে পুরো একটি গান।

বিষয়টি আসলে তাই। দেশের অন্যতম জনপ্রিয় এ গায়ক-প্রযোজক এভাবেই তৈরি করতে চান তার নতুন গানের কথামালা।

হাবিব বলেন, ‘স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই অনেক সুন্দর সুন্দর লাইন লিখেছেন! আমি সারপ্রাইজড! বলেছিলাম, এক লাইন করে নিবো কিন্তু একজনের লেখা ৪ লাইনও ভালো লেগে গেছে! সেটাও নিচ্ছি।’

অনেকেই অনেক সুন্দর সুন্দর লাইন লিখেছেন ! আমি সারপ্রাইজড ! বলেছিলাম এক লাইন করে নিবো কিন্তু একজনের লেখা ৪ লাইন ভালো লেগে...

তিনি আরও বলেন, ‘এই গানটি করার মূল আইডিয়াটাই এসেছিলো লকডাউনে বসে কয়েকজন মিলে লেখার একটি ভাবনা থেকে। তাই আমি চাই আরও কয়েকজন অংশগ্রহণ করুক এই গানে!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *