হাবিবের সঙ্গে জুটি বাঁধলেন ন্যান্সির মেয়ে

Share Now..

২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ সিনেমার মাধ্যমে পথচলা শুরু হয় সংগীতশিল্পী ন্যানসির। সেই ছবির গানগুলোর সংগীত পরিচালক ছিলেন হাবিব ওয়াহিদ। এরপর এই দুই শিল্পীর তিন ডজনের বেশি গান এসেছে। বলা যায়, হাবিব-ন্যানসি সংগীতের সর্বশেষ সর্বাধিক সফল জুটি। যার হাত ধরে ন্যানসির মূল সফলতা এবার তার সুরেই পাওয়া গেল গায়িকার মেয়ে রোদেলাকেও। আসছে হাবিবের সুরে রোদেলার নতুন গান। ‘বাধাহীন মনের গল্প’ শিরোনামের গানটি লিখেছেন মারুশা। সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ। শুক্রবার হাবিবের রাজধানীর গ্রিন রোডের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। হাবিবের সঙ্গে রোদেলার গানের যোগসূত্র প্রসঙ্গে ন্যানসিবলেন, ‘‘রোদেলা ছোটবেলা থেকেই হাবিব ওয়াহিদসহ অনেকের সঙ্গে আমাকে গান করতে দেখে। বিশেষ করে হাবিব ভাই তো দেশসেরা একজন কম্পোজার। তার প্রতি এ কারণেই হয়তো রোদেলার আগ্রহ আছে। বছর তিনেক আগে আমাকে একদিন বলে, ‘আমিও হাবিব আংকেলের সঙ্গে গাইব।’ তখন ও অনেক ছোট। গলাও সেভাবে প্রস্তুত ছিল না। কিছুদিন আগে রোদেলার দ্বিতীয় মৌলিক গান ‘তোমাকে চাই’ নরমালি রেকর্ড করে হাবিব ভাইয়ের কাছে পাঠিয়েছিলাম। তিনি সাধারণত গান শুনে মন্তব্য করেন, সাজেশন দেন। এটি শুনে ‘বাধাহীন আমার মনের এই গল্প’ গানটি আমাকে পাঠিয়ে বলেন, রোদেলার গলায় তুলে তাকে পাঠাতে। আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম। এভাবেই নতুন গানটির জন্ম।’’ এদিকে নতুন গান প্রসঙ্গে রোদেলা বলেন, ‘গানটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ আমি এর আগে যে ধরনের গান করেছি, এটা একেবারের ভিন্ন। নতুন গানটি মেলো-রক ঘরানার।’ জানা যায় মাস দুয়েক পর ‘বাধাহীন মনের গল্প’ গানটি প্রকাশ হবে। হাবিবের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এইচডব্লিউ প্রডাকশনে অবমুক্ত হবে এটি। এদিকে হাবিব-ন্যানসি সর্বশেষ গেয়েছেন ‘বন্ধুরে’ শিরোনামের একটি গান। এটি প্রকাশ হয় ১ মে। একই মাসের ১২ তারিখ প্রকাশ হলো রোদেলার প্রথম মৌলিক গান ‘আমি উড়ে যেতে চাই’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *