হায়দরাবাদের নতুন অধিনায়ক কামিন্স 

Share Now..

আইপিএলের সবশেষ মৌসুমে সাইনরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ছিলেন এইডেন মার্করাম। তবে আইপিএলের আসন্ন মৌসুমে অধিনায়ক থাকছেন না এই প্রোটিয়া ক্রিকেটার। নতুন অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপজয়ী কাপ্তান প্যাট কামিন্সের নাম ঘোষণা করেছে হায়দরাবাদ।

টি-টোয়েন্টিতে কখনো নেতৃত্ব দেননি কামিন্স। তবে বাকি দুই সংস্করণে অধিনায়ক হিসেবে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই অজি পেসার। অস্ট্রেলিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। গত ডিসেম্বরে অনুষ্ঠিত নিলামে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কামিন্সকে দলে ভেড়ায় হায়দরাবাদ। 

শুধু অধিনায়ক নয়, কোচিং প্যানেলেও এবার পরিবর্তন এনেছে হায়দরাবাদ। ব্রায়ান লারার পরিবর্তে প্রধান কোচ হয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি। ডেল স্টেইনের জায়গায় বোলিং কোচের ভূমিকায় থাকবেন জেমস ফ্রাঙ্কলিন। আগামী ২৩ মার্চ ইডেন গার্ডেন্সে কলকাতার বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএলের ২০২৪ সালের আসর শুরু করবে হায়দরাবাদ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *