হারলেই বাড়ি ফেরার টিকিট

Share Now..


ইউরো শেষ ১৬ দেশ চূড়ান্ত হওয়ার পর থেকেই সবচেয়ে বেশি আলোচনায় ইংল্যান্ড-জার্মানি। এই দুই দল এবার ইউরোর নকআউটে মুখোমুখি ২৯ জুন লন্ডনে। ফুটবল পণ্ডিতদের মতে, নকআউটে জার্মানি-ইংল্যান্ড হবে অলিখিত ফাইনাল। কারণ, এই ম্যাচটি অতীতের অনেক কিছু মনে করিয়ে দেয়। বিশেষ করে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ১৬ দলের নকআউট পর্বে জার্মানির বিপক্ষে ২-১ গোলে ইংল্যান্ড পিছিয়ে ছিল। ইংল্যান্ডের ল্যাম্পার্ডের শট জার্মানির ক্রসবারের নিচে চুমু খেয়ে গোল লাইন পার হলেও বল বেরিয়ে আসে। টিভির পর্দায় রিপ্লেতে বারবার ঘুরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানো হয়েছিল, সেটি পরিষ্কার গোল ছিল। কিন্তু সহকারী রেফারি গোল বাতিল করেছিলেন। সেই ম্যাচে জার্মানি ৪-১ গোলে জিতেছিল। বিশ্ব ফুটবলের ইতিহাসে এই ঘটনাটি আজও ফুটবল দর্শক মুখে আলোচনা ওঠে। ভিডিও অ্যাসিসটেনস রেফারি পদ্ধতি চালু করার দাবিটা তখন আরো জোরালো হয়। ২০১৪ বিশ্বকাপের ফাইনালের আগে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনিওর সংবাদ সম্মেলনেও উঠেছিল ভিডিও অ্যাসিসটেনস রেফারি নিয়ে। এটা বাতিল হবে না চলবে।

২০১০ বিশ্বকাপের সেই জার্মানি-ইংল্যান্ড ম্যাচের আরো একটি ঘটনা ইতিহাসের পাতায় জ্বলে উঠছে। সেই ৫৫ বছর আগের কথা। ১৯৬৬ বিশ্বকাপে ইংল্যান্ডের জেফ হার্স্টের শট ক্রসবারের নিচে লেগে গোল হলেও জার্মানি দাবি করে গোল হয়নি। রেফারি কথা বলে গোলের সিদ্ধান্ত দেননি। এসব নানা কারনেই জার্মানি-ইংল্যান্ড অন্যরকম মহারণ হয়ে ওঠে।

এবারের ইউরোতে শক্তিশালী ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস নিজেদের গ্রুপে তিনটি করে ম্যাচ জিতে নকআউটে উঠে এসেছে। বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, অন্যতম ফেভারিট স্পেন এমনকি জার্মানিকেও কাঠখড় পুড়িয়ে নকআউট পর্বের টিকিট পকেটে ঢুকাতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *