হাশেম রেজা হত্যা মামলায় আপিলে খালাস ১৬ জন
Share Now..
২৭ বছর আগে নওগাঁর বদলগাছিতে হাশেম রেজা চৌধুরী ওরফে টগর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৬ আসামি খালাস পেয়েছেন।
যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল আপিল বিভাগ আজ
বুধবার এ রায় দেন।
তবে কোন যুক্তিতে আসামিদের খালাস দেওয়া হয়েছে, তা পূর্ণাঙ্গ রায় পেলে জানা যাবে, বলছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
In the game world, anything is possible Lucky Cola
order cheap cytotec for sale C 60 H 90 N 8 O 11 S calcd