হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
\ ইবি প্রতিনিধি, কুষ্টিয়া \
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (২৭ নভেম্বর) রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা ট্রাকচাপার ঘটনাকে পরিকল্পিত হত্যাচেষ্টা হিসেবে উল্লেখ করে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতার করে পরিচয় উন্মুক্ত করার দাবি জানান। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, হাসিনার বিরুদ্ধে লড়াইরত সকল ছাত্রসংগঠন মিলে সংহতি সপ্তাহ চলছে। ঠিক সেই সময়ে হাসনাত ও সারজিসের গাড়ি বহরে হত্যার উদ্দেশ্যে ট্রাক দিয়ে হামলা করে হত্যা চেষ্টা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হাসিনা সরকার বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো। অবৈধ নির্বাচনের কৃতজ্ঞতা স্বরূপ ভারতকে বিভিন্ন অবৈধ সুবিধা দিয়েছে। দীর্ঘ আন্দোলনে হাসিনাকে হটালেও ভারতে আশ্রয় নিয়ে সে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভারত তাদের কর্তৃত্ব হারানোর বিষয় মানতে না পেরে সনাতনি ভাইদের দাবার গুটি বানিয়েছে। সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন, আমাদের মনে রাখতে হবে ইসকন হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করে না। জুলাই বিপ্লবে সব ধর্মের সবাই মিলে স্বৈরাচার সরিয়েছি। এখন একসাথে ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করবো। যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে তাদের কেন হুমকির মুখে পড়তে হবে। আমরা হাসিনাকে সরাইছি কিন্তু ভারতীয় এজেন্ট আমাদের মাঝে এখনো রয়ে গেছে। সরকারের কাছে ইসকনের মদদদাতাদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নেয়ার দাবি জানাই। তারা ব্যর্থ হলে ছাত্ররা সেই দায়িত্ব হাতে নিবে। হাসনাত, সারজিসকে হামলা করে আমাদের দমানো যাবে না। আমরা হাসনাত-সারজিসের উপর হামলাকারীদের দ্রæত বিচারের দাবি জানাচ্ছি।