হাসপাতাল থেকে ছাড়া পেলেন মোস্তাফিজ

Share Now..

অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পাওয়া পেসার মোস্তাফিজুর রহমান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে দুইদিন চিকিৎসাধীন তিনি। হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই পেসারকে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ফিজিও এসএম জাহিদুল ইসলাম। বিবৃতিতে বলা হয়, গতকাল রাতে দ্বিতীয়বারের মতো সিটি স্ক্যান করানো হয় মোস্তাফিজকে। একই সঙ্গে পরামর্শ নেওয়া হয় বিসিবি চিকিৎসক ও নিওরো সার্জনের। তাদের কাছ থেকে বিমানে উড়ার ছাড়পত্র পান তিনি।

রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মোস্তাফিজ নেটে বল করার সময় ঘটে এমন অনাকাক্ষিত ঘটনা। বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ড যখন ব্যাট করছিলেন, তখন বোলিং সাইডে ছিলেন মোস্তাফিজ। হঠাৎই বল উড়ে এই পেসারের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন মোস্তাফিজ। বলের আঘাতে মাথা ফেটে যায় তার। রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *