হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাকিলের শাস্তির দাবিতে চরম উত্তেজিত অভিভাবকরা \ বিচারের আশ্বাসে শান্ত

Share Now..

\ হিজলগাড়ী প্রতিনিধি \
চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য যোগদানকারী শিক্ষক শাকিলের শাস্তির দাবিতে চরম উত্তেজিত অভিভাবকরা স্কুল ঘেরাও করে বিক্ষোভ করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে বিদ্যালয়ের বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিচারের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবার) দুপুর ১২ টার দিকে স্কুল ঘেরাও করে বিক্ষোভ করে উত্তেজিত জনতা। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়ে গত একমাস পূর্বে যোগদান করেন তিতুদহ গ্রামের শাকিল হোসেন। যোগদানের পর থেকেই তিনি ফ্লিমি স্টাইলে স্কুলে আসা যাওয়া ও শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমুলক আচারণ করতে থাকে। গত বুধবার ১০ম শ্রেণীতে ক্লাস নিতে গিয়ে তিনি শ্রেণীকক্ষ ভর্তি শিক্ষার্থীদের সামনে বলেন, আমি কিন্ত রাতে লুঙ্গি ছাড়া ঘুমাই, ছাত্রীরা তোমরা অনুভব করো তো তখন আমাকে দেখতে কেমন লাগে। এছাড়াও আরো কুরুচিপূর্ণ কথা বলেন। এরপর তিনি ৯ম শ্রেণীর ভোকেশনাল বিভাগে ক্লাস নিতে গিয়ে ক্লাসের ৬জন শিক্ষার্থীকে বেধড়ক মারপিট করে জখম করে। আহত শিক্ষার্থীরা হলেন, ৯ম শ্রেণী ভোকেশনাল শাখার আকাশ মিয়া, হুসাইন, মো: আজমাইন ও আলহাজ সহ আরো দুইজন। এসময় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ভোক্তভোগী শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বিদ্যালয় অনুপস্থিত থাকায় নিজেদের অভিভাবকদের জানান। এসময় অভিভাবকরা এসে শিক্ষার্থীদের সাথে নিয়ে হিজলগাড়ী পুলিশ ক্যাম্পে যায়। যেহেতু বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক তাই পুলিশ বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টির সমাধানের চেষ্টা করেন। এসময় আরো কয়েকজন ভোক্তভোগী শিক্ষার্থীরা অভিভাবক সহ একত্রে জড়ো হয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন। এসময় তারা একজোট হয়ে অভিভাবক সহ বিদ্যালয়ের বর্তমান সভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট যান। এবিষয়ে ভুক্তভোগী এক মেয়ে শিক্ষার্থীর অভিভাবক ডিহি গ্রামের নুর নবী সাংবাদিকদের বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। স্যার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

3 thoughts on “হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাকিলের শাস্তির দাবিতে চরম উত্তেজিত অভিভাবকরা \ বিচারের আশ্বাসে শান্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *