হিলি বন্দর দিয়ে আড়াই মাস পর ভারত থেকে এলো আলু
Share Now..
আড়াই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) মেসার্স প্রিয়ম ইন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে আলু আমদানি করেছে।
দেশের বাজার নিয়ন্ত্রণ রাখতে ভারত থেকে এ আলু আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন আমদানিকারক প্রতিনিধি পারভেজ হোসেন। তিনি বলেন, বুধবার ভারতীয় দুই ট্রাকে ৪৭ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। এসব আলু ভারতের জলপাইগুড়ি থেকে আনা হয়েছে। আমদানি বাড়লে দেশের বাজারে আলুর দাম অনেকটা কমে আসবে।এদিন দুপুরে হিলি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দেশীয় কাঠিনাল বড় আলু ৫০ টাকা, ছোট সাটাল গোল আলু ৫৫ টাকা ও বিলেতি ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ২ থেকে ৩ টাকা বেশি।