হেডিংলিতে নামার আগে দুঃসংবাদ পেলেন রুট, উন্নতি স্মিথ-স্টোকসের

Share Now..


হেডিংলিতে আজ অ্যাশেজের তৃতীয় টেস্টে মুখোমুখিম হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এই টেস্টে মাঠে আগে এক দুঃসংবাদই পেয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট। অ্যাশেজের প্রথম টেস্টের পর অস্ট্রেলিয়ান মার্নাস ল্যাবুশানেকে সরিয়ে টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন রুট। এবার রুটকে হটিয়ে শীর্ষস্থান দখল করলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। রুট শুধু শীর্ষস্থানই হারাননি, নেমে পেছেন পাঁচ নম্বরে। আইসিসির সর্বশেষ প্রকাশিত হালনাগাদকৃত টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে ৮৮৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন গত মার্চ থেকে বড় ফরম্যাটে না খেলা উইলিয়ামসন।

এদিকে, শীর্ষস্থান হারিয়ে সরাসরি পঞ্চম স্থানে নেমে গেছেন রুট। সদ্য শেষ হওয়া লর্ডস টেস্টে ১০ ও ১৮ রান করায় র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে রুটের। লর্ডস টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১১০ ও ৩৪ রান করায় উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের। ৮৮২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে উঠেছেন তিনি। শীর্ষে থাকা উইলিয়ামসের সঙ্গে মাত্র ১ রেটিং পয়েন্টের ব্যবধান স্মিথের।

হাঁটুর ইনজুরির কারনে গত এপ্রিল থেকে মাঠের বাইরে আছেন উইলিয়ামসন। মার্চে ওয়েলিংটনে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেন উইলিয়ামসন।

তৃতীয় ও চতুর্থস্থানে আছে যথাক্রমে- অস্ট্রেলিয়ার দুই ব্যাটার মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেড। শীর্ষ দশে অস্ট্রেলিয়ার আরেক ব্যাটার হিসেবে আছেন উসমান খাজা। সপ্তমস্থানে আছেন তিনি।

এদিকে, লর্ডস টেস্টে ৪ উইকেট নেওয়ায় দুই ধাপ এগিয়ে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনকে সরিয়ে দ্বিতীয়স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও পেসার প্যাট কামিন্স। ৮৬০ রেটিং নিয়ে তালিকার শীর্ষে আছেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। কামিন্সের রেটিং পয়েন্ট ৮২৬।

লর্ডস টেস্টে মাত্র ২ উইকেট নেওয়ায় দুই ধাপ পিছিয়ে চতুর্থস্থানে নেমে গেছেন অ্যান্ডারসন। লর্ডসে ১৭ ও ১৫৫ রানের সুবাদে অলরাউন্ডার তালিকায় চতুর্থস্থানে উঠেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।হেডিংলিতে নামার আগে দুঃসংবাদ পেলেন রুট, উন্নতি স্মিথ-স্টোকসের
হেডিংলিতে আজ অ্যাশেজের তৃতীয় টেস্টে মুখোমুখিম হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এই টেস্টে মাঠে আগে এক দুঃসংবাদই পেয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট। অ্যাশেজের প্রথম টেস্টের পর অস্ট্রেলিয়ান মার্নাস ল্যাবুশানেকে সরিয়ে টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন রুট। এবার রুটকে হটিয়ে শীর্ষস্থান দখল করলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। রুট শুধু শীর্ষস্থানই হারাননি, নেমে পেছেন পাঁচ নম্বরে। আইসিসির সর্বশেষ প্রকাশিত হালনাগাদকৃত টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে ৮৮৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন গত মার্চ থেকে বড় ফরম্যাটে না খেলা উইলিয়ামসন।

এদিকে, শীর্ষস্থান হারিয়ে সরাসরি পঞ্চম স্থানে নেমে গেছেন রুট। সদ্য শেষ হওয়া লর্ডস টেস্টে ১০ ও ১৮ রান করায় র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে রুটের। লর্ডস টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১১০ ও ৩৪ রান করায় উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের। ৮৮২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে উঠেছেন তিনি। শীর্ষে থাকা উইলিয়ামসের সঙ্গে মাত্র ১ রেটিং পয়েন্টের ব্যবধান স্মিথের।

হাঁটুর ইনজুরির কারনে গত এপ্রিল থেকে মাঠের বাইরে আছেন উইলিয়ামসন। মার্চে ওয়েলিংটনে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেন উইলিয়ামসন।

তৃতীয় ও চতুর্থস্থানে আছে যথাক্রমে- অস্ট্রেলিয়ার দুই ব্যাটার মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেড। শীর্ষ দশে অস্ট্রেলিয়ার আরেক ব্যাটার হিসেবে আছেন উসমান খাজা। সপ্তমস্থানে আছেন তিনি।

এদিকে, লর্ডস টেস্টে ৪ উইকেট নেওয়ায় দুই ধাপ এগিয়ে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনকে সরিয়ে দ্বিতীয়স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও পেসার প্যাট কামিন্স। ৮৬০ রেটিং নিয়ে তালিকার শীর্ষে আছেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। কামিন্সের রেটিং পয়েন্ট ৮২৬।

লর্ডস টেস্টে মাত্র ২ উইকেট নেওয়ায় দুই ধাপ পিছিয়ে চতুর্থস্থানে নেমে গেছেন অ্যান্ডারসন। লর্ডসে ১৭ ও ১৫৫ রানের সুবাদে অলরাউন্ডার তালিকায় চতুর্থস্থানে উঠেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *