হেলসের দিকে তেড়ে গিয়ে শাস্তি পেলেন তামিম 

Share Now..

বিপিএলে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল ম্যাচের পর দুই দলের দুই ওপেনার তামিম ইকবাল ও অ্যালেক্স হেলসের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ম্যাচ শেষে তামিম বারবার হেলসের দিকে তেড়ে যান। পরে একটি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তামিমের বিরুদ্ধে অভিযোগও করেছেন ইংলিশ ব্যাটার। 

মাঠের অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় লঘু শাস্তি পেলেন তামিম। ম্যাচ রেফারির দায়িত্বে থাকা নিয়ামুর রশিদ রাহুল দেশের একটি গণমাধ্যমকে জানান তামিমকে মৌখিক সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট তার নামের পাশে যোগ হয়েছে। ম্যাচ রেফারি জানান, আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি। তবে বিসিবি থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

ম্যাচ শেষে একটি টিভি চ্যানেলকে হেলস বলেছেন, ‘আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) হতাশ ছিল। সে আমার কাছে এসে বলল– ‘‘আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি।’’ অথচ আমি তাকে কিছুই বলিনি। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *