হোটেলে অসুস্থ হাতুরাসিংহে
কোনো ভেন্যুতে প্রথমবার গিয়েই সবার আগে উইকেট দেখতে ছুটে যান তিনি। এই বিশ্বকাপে এখন পর্যন্ত ধর্মশালা, চেন্নাই এবং পুনেতে ম্যাচ খেলা বাংলাদেশ দলের হেড কোচ চন্দিকা হাতুরাসিংহের সেই রুটিনে ছেদ পড়ল মুম্বাইয়ে এসে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল রোববার দুপুরে সাকিব আল হাসানদের প্রথম অনুশীলনে এই শ্রীলঙ্কান কোচকে এমনকি দেখাই গেল না। তাঁর জায়গায় এবার উইকেট পরখ করার কাজটি করলেন টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম। কিছুক্ষণ পর তাঁর সঙ্গে যোগ দেন বাংলাদেশ অধিনায়কও। লম্বা সময় ধরে তাঁদের দুজনকে কথাও বলতে দেখা যায়। সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে অনুশীলনও তদারকি করতে দেখা যায় শ্রীরামকে। খোঁজ নিয়ে জানা গেল, দুপুরে অসুস্থবোধ করায় হাতুরাসিংহে অনুশীলনেই আসেননি। তিনি রয়ে যান হোটেলেই। গুরুতর কিছু নয় অবশ্য। মুম্বাইয়ের অসহ্য গরমই তাঁকে কাহিল করে ফেলেছে বলে জানালেন জাতীয় দলের ম্যানেজার রাবীদ ইমাম, ‘তেমন কিছু নয়। এখানকার অসহ্য গরমে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। পানিশূন্যতার কারণে খারাপ বোধ করায় অনুশীলনেও আসেননি। হোটেলে বিশ্রাম নিচ্ছেন তিনি।’
Game like a pro and lead your team to glory Lucky Cola