হোপের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে হারালো ওয়েস্ট ইন্ডিজ
২০১৯ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমেছিল ইংলিশরা। তবে বিশ্বকাপে খুব বাজে সময় পার করে জস বাটলারের দল। বিশ্বকাপ শেষ প্রথম সিরিজ খেলতে নেমেও হারের মুখ দেখতে হয়েছে ইংল্যান্ডকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরেছে ইংলিশরা।
রোববার (৩ ডিসেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করে ৩২৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ক্যারিবীয় অধিনায়ক শাই হোপের সেঞ্চুরিতে ৪ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড গড়া জয়ের দিন বেশ কিছু রেকর্ডও গড়েছেন হোপ। উইন্ডিজের ১১তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে করেছেন ৫হাজার রান। যৌথভাবে তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫হাজার রান করার রেকর্ড গড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৩২৬ রানের টার্গেটে খেলতে নামেন উইন্ডিজের দুই ওপেনার অ্যালিক আথানাজ ও ব্র্যান্ডন কিং। দুজনে মিলে ওপেনিং জুটিতেই তোলেন ১০৪ রান। ফিফটি হাঁকানো আথানাজ আউট হন ৬৫ বলে ৬৬ রানের ইনিংস খেলে। ৪৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেন ব্র্যান্ডন কিং।