হ্যারি-মেগান দম্পতিকে রানীর অভিনন্দন

Share Now..

ডিউক ও ডাচেস অব সাসেক্স দম্পতির ঘরে আরেকজন নতুন অতিথি ‘লিলিবেট লিলি ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর’ আসায় আনন্দ প্রকাশ করেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়। বাকিংহাম প্যালেস জানিয়েছে, ‘রানী দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স অফ ওয়েলস, ডাচেস অফ কর্নওয়াল এবং ডিউক এবং ডাচেস অফ কেমব্রিজকে নতুন অতিথির কথা অবহিত করা হয়েছে এবং এই সংবাদে তারা আনন্দিত হয়েছেন।’ প্রিন্স হ্যারির বাবা প্রিন্স চার্লস এক টুইট বার্তায় বলেছেন, ‘লিলিবেট ডায়ানার জন্মে হ্যারি, মেগান এবং আর্চিকে অভিনন্দন। বিশেষ এই সময়ে তাদের জন্য শুভ কামনা।’ এদিকে গত শুক্রবার স্থানীয় সময় ১১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা বারবারা শহরের একটি হাসপাতালে তাদের দ্বিতীয় সন্তান লিলিবেট ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর জন্মগ্রহণ করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। রাজপরিবারে রানি এলিজাবেথের ডাকনাম ‘লিলিবেট’ এবং প্রয়াত প্রিন্সেস ডায়ানার নামানুসারে মেয়ের নাম রেখেছেন, ‘লিলিবেট লিলি ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর’। রানি দ্বিতীয় এলিজাবেথের ১১ তম নাতি লিলিবেট। সিংহাসনের ৮ম উত্তরাধিকার হ্যারি-মেগানের দ্বিতীয় সন্তান। হ্যারি ও মেগান যে দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন, সে ঘোষণা আসে গত বিশ্ব ভালোবাসা দিবসে। হ্যারি ও মেগান দম্পতির প্রথম সন্তানের নাম আর্চি। ২০১৯ সালের ৬ই মে এই ছেলেসন্তানের জন্ম হয়। গত বছরের জুলাইয়ে একবার তার গর্ভপাত হয় বলে জানিয়েছিলেন মেগান। এদিকে, সম্প্রতি জনপ্রিয় মার্কিন উপস্থাপক অপরাহ্ উইনফ্রেকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে কয়েক শ বছরের পুরোনো ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে অনেক অজানা ও অপ্রিয় কথা বলেন হ্যারি ও মেগান দম্পতি। ব্রিটিশ রাজপরিবারের জৌলুশপূর্ণ জীবনে থেকেও ভালো ছিলেন না প্রিন্স হ্যারির স্ত্রী ও সাবেক মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল। ৭ মার্চ যুক্তরাষ্ট্রে সিবিএস টিভিতে সাক্ষাৎকারটি প্রচার করা হয়। এই সাক্ষাৎকারের পর নড়েচড়ে বসে ব্রিটিশ রাজ পরিবার। এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। সাক্ষাৎকারে মেগান বলেছিলেন, পরিবারের মধ্য থেকেও তিনি এত বিচ্ছিন্ন ও নিঃসঙ্গ হয়ে পড়ছিলেন যে একটা সময় বেঁচে থাকার ইচ্ছাই হারিয়ে ফেলেন। ভাবছিলেন আত্মহত্যা করবেন। ২০১৮ সালের মে মাসে ব্রিটিশ রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসেলে হ্যারি-মেগান বিয়ে করেন। ২০২০ সালের মার্চে হ্যারি-মেগান তাদের রাজকীয় দায়িত্ব ত্যাগ করেন। তারপর থেকে তারা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *